হয়ে উঠুন ইন্ডাস্ট্রি এক্সপার্ট

আমাদের চলার পথ খুব বেশিদিন না, মাত্র ৩ বছর। এই ৩ বছরে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমরা মুগ্ধ। এই মুগ্ধতার রেশ যাতে কখনো হারিয়ে না যায়, তার জন্য আমাদের আপ্রাণ প্রচেষ্টা থাকে আপনাকে সেরা ইন্সট্রাক্টর দিয়ে সফটওয়্যার ইন্ডাস্ট্রির প্রফেশনাল বিষয় গুলো হাতে কলমে শিখানো যাতে করে আপনি যথেষ্ট স্কিল্ড হয়ে সেরা কোম্পানি গুলোতে নিজের অবস্থান সুনিশ্চিত করতে পারেন। সফটওয়্যার ইন্ডাস্ট্রি তে ক্ষুদ্র অবদান রাখতে আমরা এখন পর্যন্ত নিয়ে এসেছি ৩ টি কোর্স Full Stack SDET, Advanced Test Automation এবং DevOps with Cloud computing. সাথেই থাকুন।

hero

আমাদের কোর্সসমূহ

Loading...
https://roadtocareer-service.roadtocareer.net/images/course_thumbnails/sdet-b11-logo.png
Full Stack SDET ()

ব্যাচ 13

In this course you will able to learn the full stack SQA from A-Z including Manual Testing and Automation tools and techniques

কোর্স ফিঃ 0 টাকা
#

আমাদের বিশেষত্ব

  • প্রত্যেক ক্লাস এর পর Google Classroom এর মাধ্যমে Assignment দেয়া হয় এবং মূল্যায়ন করা হয়। কোথাও ভুল করলে কি ভুল হল সেটা সাথে সাথে বুঝিয়ে দেয়া হয়।
  • গিটহাবে ১০ থেকে ১২ টি প্রোজেক্ট কমপ্লিট করানো হবে। যাতে করে যে কোন Interviewer আপনার দক্ষতা এবং Coding Capability সম্পর্কে ধারণা করতে পারে।
  • মাঝে মধ্যেই থাকবে প্রব্লেম সল্ভিং ক্লাস যেগুলো আপনার আগের ক্লাস গুলো সম্পর্কে যেকোন Confusion দূর করে দিবে।
  • প্রত্যেক ক্লাস এর PDF, PPT and Class Recording google drive এ দেয়া হবে এবং যেখানে থাকবে আপনার আজীবন Access!
  • প্রত্যেক মাসে Performance এর উপর ভিত্তি করে Top 5 নির্ধারণ করা হবে এবং ৫০০ টাকা Performance reward দেয়া হবে। Performance নির্ধারণ করা হবে আপনার উপস্থিতি এবং সঠিক সময়ে সঠিকভাবে Assignment submit করার উপরে।
  • তাছাড়া জব রেফারেন্স, সিভি এবং Linkedin Profile আপডেট সহ Interview তে ভালো করার জন্য সব ধরনের সহযোগিতা করা হবে।
  • Course শেষ করার পর একটি Course Completion certificate provide করা হবে।
  • পরবর্তী যেকোন ব্যাচ এ যেকোনো ক্লাস করতে পারবেন একদম ফ্রী তে!

আমাদের টীম

Founder & Instructor

Salman Rahman

ISTQB Certified SQA Engineer Test Automation Professional Sr. Software Engineer Cefalo Bangladesh Ltd.

Sr. Instructor

Pollab Ahmed

ISTQB Certified SQA Engineer, Test Automation Professional Sr. SQA Engineer Cantaloupe

রিভিউ

https://roadtocareer-service.roadtocareer.net/images/review_thumbnails/laila.jpeg
Laila Alam Luva Batch 4
CSE, Jahangirnagar University
SQA Engineer at Enosis Solutions

Assalamualaikum everyone. I am Laila Alam Luva. I have completed my B.Sc. from Jahangirnagar University and I was also a student of Road to SDET(Batch-4). When I was about to complete my graduation, I started to focus on the SQA field and started to learn by myself through youtube videos and other resources. I continued my learning but I felt a lack of confidence and it was just like grasping a concept without understanding something like that. Then after completing my graduation, I was searching for effective course guidelines. Actually, I needed a mentor who could guide me in a proper way. At that time, I randomly found this course(Road to SDET) and it worked as a blessing for me. I found a mentor like Salman vhai whom I was actually looking for. Just after passing one week during the course, I started to realize the change in myself. I found confidence in myself that my chosen path might not be the wrong inshaAllah. This is because of the organized way of running the course, the top 5 declaration process, the helping mentality of the team, and of course the appreciation from Salman vhai. I successfully completed the full course and did all the assignments and projects.

https://roadtocareer-service.roadtocareer.net/images/review_thumbnails/tanim.png
Khalid Bin Showkot Tanim Batch 2
CSE, North South University
SQA Engineer at Robi Axiata Limited

Completing the SQA Automation course with Road to SDET, under the guidance of Instructor Salman bhai, has been a game-changer for me. As a student in the 2nd batch, I feel privileged to have gained such valuable skills and knowledge. Thanks to this course & the practical training and comprehensive curriculum have boosted my confidence.